নিজস্ব প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সহস্রাধিক পরিবারের ব্যবহার্য পানি নামার একমাত্র মাধ্যম ড্রেনটি বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কালামের পুত্র মোঃ হোসাইনের বিরুদ্ধে।স্থানীয় জনগণ অভিযোগ করেছেন যে, আবুল কালাম ও তার পুত্র মোঃ হোসাইন কোনো ধরনের নিয়ম বা শৃঙ্খলা মেনে চলেননি এবং স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে, সম্পূর্ণ অবৈধভাবে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে বাড়ি নির্মাণ করছেন। ফলে সহস্রাধিক পরিবারকে পানি নিষ্কাশনের জন্য একমাত্র মাধ্যম ড্রেন বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে।সরেজমিনে গিয়ে স্থানিয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তারা জানান, “আবুল কালাম ও তার পুত্র মোঃ হোসাইন আমাদের পানি নামার একমাত্র পথ বন্ধ করে বাড়ি নির্মাণ করছে। প্রশাসনও বিষয়টি উপেক্ষা করছে, যা আমাদের জন্য বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।”স্থানীয় বাসিন্দারা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানিয়েছেন এবং এ বিষয়ে দ্রুত শিষ্ট সমাধান দাবি করেছেন।এ ঘটনার ফলে এলাকার জনগণ ও স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।