1. admin@bangladeshprotidinersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন! মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মহিলা মেম্বার জুলেখা খাতুনের ভিজিডি কার্ড বিক্রির দূর্নীতি নিয়ে শেখ নাজমুলের সংবাদ সম্মেলন। কয়রায় অপহরন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন K সাভারে মাদ্রাসা আবু হুরায়রা (রাঃ) এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী পরিধান ও ওয়াজ মাহফিল কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন

খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে মাঠে চল

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩ বার পঠিত

খেলাধুলায় বাড়ায় বল,মাদক ছেড়ে মাঠে চল।

বিশেষ প্রতিনিধি ; আব্দুল্লাহ আল মামুন ( টিপু )

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ছায়াবিথী মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টন খেলায় অত্যন্ত জাঁকজমক পূর্ণ ভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোল্লানগর এলাকায় ছায়াবীথী ইয়ুথ সোসাইটির আয়োজনে এ টূর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
উদ্বোধনী ম্যাচে জামসিং ও ছায়াবিথীর মাঝে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। মোট ১৬টি দলের অংশগ্রহণে এই ব্যাডমিন্টন খেলাটি অনুষ্ঠিত হবে। উত্তেজনায় ভরা এই ব্যাডমিন্টন খেলায় স্থানীয় বিপুল দর্শকের উপস্থিতিতে ব্যাপক সাড়া ফেলে। উদ্বোধনী ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন। বর্তমানে সাভারে একটি সুন্দর খেলাধুলার পরিবেশ সৃষ্টি হয়েছে যা বিগত ১৫-১৬ বছর কোন ধরনের খেলাধুলার পরিবেশ ছিল না। আমি আশা করবো আগামীতেও এই ধরনের টুর্নামেন্ট আরও আয়োজন করা হবে। এলাকা ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাই খেলাধুলা আয়োজন করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সব সময় খেলাধুলার বিকাশে আপনাদের পাশে আছি আজীবন পাশে থাকবো।

ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আহসানুল্লাহ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড সাভার পৌরসভার বিএনপি মোঃ আকতার হোসেন বেপারী । সাভার পৌর বিএনপির সদস্য মোঃ রাশেদুজ্জামান বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি প্রতি বছর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। খেলাটি উপভোগ করা দর্শকরা আয়োজনের প্রশংসা করে বলেন। ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © জাতীয় পত্রিকা দৈগনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ২০২৫
Theme Customized By Shakil IT Park