মোহাম্মদ খলিলুর রহমান স্টাফ রিপোর্টার :
কাপাসিয়া উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার এম এ ওয়াহাব খান খোকা স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন। বর্তমানে তিনি কাপাসিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে এভাবে আটকের পর অনেকেই পক্ষে- বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একসময় তিনি জাতীয় পর্টি এরশাদের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামিলীগ প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।