1. admin@bangladeshprotidinersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন! মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মহিলা মেম্বার জুলেখা খাতুনের ভিজিডি কার্ড বিক্রির দূর্নীতি নিয়ে শেখ নাজমুলের সংবাদ সম্মেলন। কয়রায় অপহরন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন K সাভারে মাদ্রাসা আবু হুরায়রা (রাঃ) এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী পরিধান ও ওয়াজ মাহফিল কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন

কয়রায় অপহরন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০ বার পঠিত

কয়রায় অপহরন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা উপজেলা প্রতিনিধিঃ খুলনা জেলার কয়রা থানায় অপরহন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ৫নং কয়রা মোঃ ইছানুর শেখের কন্যা এক কন্যা সন্তানের জননী মোছাঃ হুমাইরা খাতুন রহিমা। সোমবার সকাল ১১ ঘটিকায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ বলেন গত ইং ০৫/১২/২০২৪ তারিখে সাংসারিক জিনিসপত্র ক্রয় করার উদ্দেশ্যে আমি ও আমার খালা ফারজানা কয়রা বাজারের অভিমুখে দেউলিয়া বাজার রেখে একটু সামনে আসিলে রাকিব ঢালী ও খোকন ড্রাইভার আমার খালাকে মেরে পিস্তল বের করে হত্যার ভয় দেখিয়ে আমাকে জোরপূর্বক মোটর বাইকে তুলে অজ্ঞাত স্থানে লইয়া রাকিব আমার ওপর শারীরিক করিতে চাহিলে আমি বাধা প্রদান করিলে আমাকে ব্যাপক মারপিট করিয়া জোরপূর্বক ধর্ষণ করে। দিনের পর দিনের আমার মতের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক চালাতে থাকে, বাধা দিলে মারপিটসহ না খাওয়ায় রাখে। আমি পালানোর বহু সুযোগ খুজি কিন্তু রাকিব সবসময় আমাকে অজ্ঞাত স্থানে রুমে আটকায় রাখে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন পরবর্তীতে রাকিব আমাকে জোরপূর্বক অজ্ঞাত স্থান থেকে তাহার বাড়ীতে এনে ঘরের মধ্যে আটকায় রাখে এবং রাকিবের পিতা আব্দুল্লাহ মাতা লাকি আক্তার দাদি জামিলা খাতুন দাদা নুর আলী আমাকে আটকায় রাখে এবং বলে যে রহিমাকে আটকায় তাহার পিতা থেকে বড় মুক্তিপন আদায় করিতে হইবে। আমি আমার পরিবার ও ২.৫ বছরের কন্যার জন্য কাদিতে কাদিতে তাদের কাছে হাত পা ধরেছি আমাকে ছেড়ে দিতে কিন্তু উপরোক্ত ব্যক্তিগণ আমাকে মুক্তিপন ছাড়া ছেড়ে দিবেনা বলিতে থাকে। সুযোগ পেয়ে গত ইং ১৫/০২/২০২৫ তারিখ ৩ ঘটিকায় আমি পালিয়ে আমার পিতার বাড়ীতে আসি। আমার ওপর অনেক শারীরিক নির্যাতন করা হয়েছে, আমি এর বিচার চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © জাতীয় পত্রিকা দৈগনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ২০২৫
Theme Customized By Shakil IT Park