শাহাপাড়ার মুক্তিযোদ্ধা পরিবার হুমকির মুখে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা,প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জাহাঙ্গীর গাজী
ডাঃ মোঃ নাজমুল আহসান, নিজস্ব প্রতিবেদক :
গেল ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরা অনলাইন পোর্টাল দৈনিক পত্রিকায় প্রকাশিত, শাহাপাড়ার মুক্তি যোদ্ধা পরিবার হুমকির মুখে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিরোনাম সংবাদের বিরুদ্ধে ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর গাজী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে অত্র সংবাদের তীব্র প্রতিবাদ, ধিক্কার ও নিন্দা জানিয়েছে।
জাহাঙ্গীর গাজী পিতা কেয়ামুদ্দীন গাজী, গ্রাম হাকিমপুর (শাহাপাড়া) চাঁদখালী, পাইকগাছা, খুলনা। মূলত জাহাঙ্গীর গাজীর পৈতৃক সম্পত্তি একই গ্রামের মুক্তিযোদ্ধা খালেক গাজী ও তার আপন ভাই কালাম গাজী দখল করে রেখেছে। অত্র জমি নিয়ে পাইকগাছার সহকারী জর্জ আদালত হতে জাহাঙ্গীর গাজী তার পক্ষে রায় পায়। মুক্তি যোদ্ধা খালেক গাজীর অবৈধ ভাবে দখলে থাকা জমি নিয়ে খালেক গাজী চাঁদখালী ইউনিয়ন পরিষদে দুই বার মামলা করলে দুই বারই চেয়ারম্যান মহোদয় জাহাঙ্গীর গাজীর পক্ষে রায় প্রদান করে। সকল প্রকার দালিলিক প্রমানাদী জাহাঙ্গীর গাজীর পক্ষে থাকলেও মুক্তি যোদ্ধার ইমেজকে ব্যবহার করে মূলত খালেক গাজী, বৃদ্ধ জাহাঙ্গীর গাজীর পৈতৃক সম্পত্তি দখলে রেখেছে এমনটিই সংবাদ সম্মেলনে জানিয়েছে ভুক্তভোগী জাহাঙ্গীর গাজী। খালেক গাজী ও কালাম গাজীর নামে ১৭ টি মামলা করেছে বৃদ্ধ জাহাঙ্গীর গাজী এটা নিতান্তই মনগড়া, কাল্পনিক, আজগুবি, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে জাহাঙ্গীর গাজী। ২০১৯/ ২০ সালের দিকে জাহাঙ্গীর গাজী তার ক্যাডার বাহিনী দিয়ে মুক্তি যোদ্ধা খালেক গাজী ও কালাম গাজীর ঘর বাঁধতে বাঁধা দিয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে জাহাঙ্গীর গাজী। জাহাঙ্গীর গাজীর স্ত্রী রেবেকা বেগম সাংবাদিকদের বলেন আমরা গরীব ও অসহায় শ্রেণির মানুষ বলে চরম জুলুম ও অন্যায় ভাবে মুক্তি যোদ্ধা খালেক গাজী ও কালাম গাজী তার স্বামীর জমি দখলে রেখেছে। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর গাজী প্রশাসন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও আম জনতার প্রতি তাদের পাশে থাকার আহবান ও সার্বিক সহযোগিতা কামনা করেন।