মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২শ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১৮ জানুয়ারি) পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানান,শরীয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালালে ১ হাজার ২০০ কেজি অবৈধ জাটকা ইলিশ পাওয়া যায়।যার আনুমানিক বাজার মূল্য ৭৩ লাখ ২০ হাজার টাকা।জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা মো:মাহফুজ জানান, আমরা রাতভর অভিযান চালাই। এ সময় ভোর ৬টার দিকে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি করি। এ সময় সেখানে ১২শ কেজি জাটকা ইলিশ পাই।পরে লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:রেজাউল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা,এতিমখানায় ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।