1. admin@bangladeshprotidinersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন! মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মহিলা মেম্বার জুলেখা খাতুনের ভিজিডি কার্ড বিক্রির দূর্নীতি নিয়ে শেখ নাজমুলের সংবাদ সম্মেলন। কয়রায় অপহরন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন K সাভারে মাদ্রাসা আবু হুরায়রা (রাঃ) এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী পরিধান ও ওয়াজ মাহফিল কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন

জামালপুর আর এম বিদ্যাপীঠের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২২২ বার পঠিত

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ৩০ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় জামালপুর আর এম বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে নবগঠিত কমিটির উদ্যোগে এই পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত,বাংলাদেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই বেশি বেশি খেয়াল রাখবেন তারা কার সাথে সঙ্গ দেয়,মেলামেশা এবং খেলাধুলা করে, লেখাপড়া বাদ দিয়ে মোবাইলের দিকে অথবা অন্য কোন বাজে নেশার দিকে প্রবাহিত হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি আপনাদের কেউ বিশেষ ভূমিকা পালন করতে হবে। সর্বদা আপনার বাচ্চাকে চোখে চোখে রাখতে হবে। স্কুলের নির্ধারিত পোশাক পরিধান করা, নিজেদেরকে সর্বদা পরিপাটি করে রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপস্থিত স্কুল পরিচালনা কমিটি। সভায় বক্তৃতা কালে নেতৃবৃন্দ বলেন বিগত ফ্যাসিস সরকারের আমলে স্কুলের প্রস্তাবিত কমিটির দ্বারা অত্র স্কুলটিতে বিভিন্ন রকম দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। সুতরাং ভবিষ্যতে স্কুলটিতে যেন কোনরকম দুর্নীতির অভিযোগ না ওঠে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান উপস্থিত নেতৃবৃন্দের। ভবিষ্যতে কোনরকম দুর্নীতির অভিযোগ মেনে নেবে না বর্তমান নবগঠিত কমিটি। জনাব মনিরুজ্জামান খান লাভলু, বর্তমান কমিটির আগেও একবার এই স্কুলের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব অত্যন্ত সৎ, নিস্ঠা এবং দক্ষতার সহিত পালন করিয়াছিলেন। তখন তিনি এই স্কুলের সুনাম রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে স্কুলের মান মর্যাদা অক্ষুন্ন রেখেছিলেন। এবার তিনি দ্বিতীয়বারের মতো সকলের ভালোবাসায় সিক্ত হয়ে অত্র স্কুলের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তার মত একজন বিচক্ষণ, সৎ, নির্ভীক এবং জনদরদীকে স্কুলের সভাপতি হিসেবে নির্বাচিত করায় উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খালেকুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক কালিগঞ্জ উপজেলা বিএন পি,সভায় সভাপতিত্ব করেন জনাব আশরাফুল আলম আকন্দ।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামালপুর আরএম বিদ্যাপী উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলহাজ্ব জাহাঙ্গীর কবির। সভাপতি জামালপুর কলেজ গভর্নিং বডি। জনাব হারুনুর রশিদ দেওয়ান। সভাপতি জামালপুর ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান জামালপুর ইউনিয়ন পরিষদ। জনাব এস এম জয়নাল আবেদীন শেখ। সভাপতি বাহাদুর সাদি ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান বাহাদুর সাদি ইউনিয়ন পরিষদ।জনাব ইকবাল হোসেন সরকার।সাধারন সম্পাদক জামালপুর ইউনিয়ন বি এন পি।জনাব শওকত আলী মেম্বার।সাধারণ সম্পাদক বাহাদুর সাদি ইউনিয়ন বিএন পি।নবগঠিত সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় উক্ত সভায়। জনাব মনিরুজ্জামান খান লাভলু। সভাপতি জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। জনাবা আসমা বেগম। সাধারণ শিক্ষক প্রতিনিধি জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ জহিরুল ইসলাম মোড়ল। অভিভাবক সদস্য,জামালপুর আরএম বিদ্যাপীঠ পরিচালনা কমিটি। জনাব আশরাফুল আলম আকন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব জামালপুর আরএম বিদ্যাপীঠ পরিচালনা কমিটি। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন। জনাব ইসমাইল হোসেন মোড়ল। জনাব শরিফুল হক শেখ। জনাব এনামুল কবির,জনাব মাসুদ হাসান শেখ। জনাব আল আমিন মোড়ল। জনাব নাজমুল হোসেন ফকির। মোঃ মারুফ কবির প্রমুখ।সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এবং সভায় উপস্থিত সকল মধ্যে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © জাতীয় পত্রিকা দৈগনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ২০২৫
Theme Customized By Shakil IT Park