1. admin@bangladeshprotidinersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন মামলা তুলে নিতে নি:সন্তান দম্পতিকে প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন! মিথ্যা ঘটনা সাজিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় স্ত্রীকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মহিলা মেম্বার জুলেখা খাতুনের ভিজিডি কার্ড বিক্রির দূর্নীতি নিয়ে শেখ নাজমুলের সংবাদ সম্মেলন। কয়রায় অপহরন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন K সাভারে মাদ্রাসা আবু হুরায়রা (রাঃ) এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী পরিধান ও ওয়াজ মাহফিল কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন

কয়রায় যৌতুক দাবি ও প্রতারক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২ বার পঠিত

কয়রা উপজেলা প্রতিনিধিঃ খুলনা জেলার কয়রা থানায় যৌতুক দাবি ও প্রতারিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ৫নং কয়রা গাজী বাড়ীর মোঃ আনছার গাজীর কন্যা মোছাঃ সাহিদা খাতুন। সোমবার সকাল ১১ ঘটিকায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ বলেন গত ইং ১৬/০৭/২০২২ তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ডুমুরিয়া গ্রামের মাহাবুব খার পুত্র ইব্রাহিম খলিল মামুন এর সহিত আমার ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা দেনমোহর ধার্যে ইসলামী শরিয়ত মতে বিবাহ হয়। বিবাহের সময় আমার পিতা আমার স্বামী ইব্রাহিম খলিল মামুনকে স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র ইত্যাদি দিয়া প্রায় ৩,৪৫,০০০/- টাকা প্রদান করেছিল। কিন্তু বিবাহের পর সংসার চলাকালীন আমার শ্বশুর মাহাবুর খাঁ ও আমার ভাসুর আল আমিন খাঁ এর কু-পরামর্শে ও কু-প্ররোচনায় ইব্রাহিম খলিল অর্থাৎ আমার স্বামী দেশের বাহিরে যাওয়ার জন্য ৩,০০,০০০/- টাকা দাবি করিলে আমার পিতা আমার সুখের আশায় ৩,০০,০০০/- টাকা প্রদান করিলে আমার স্বামী ২০২৪ সালের ২৩ জানুয়ারি ওমান গমন করার আগে আমার শ্বশুর ও ভাসুরের কু-পরামর্শে আমার গর্ভের ৩ মাসের বাচ্চাও নষ্ট করে দেয়।সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমার স্বামী বিদেশে থাকাকালীন আমার শ্বশুর ও ভাসুরের কু-পরামর্শে ও কু-প্ররোচনায় আমার পিতার নিকট হইতে ২,০০,০০০/= টাকা যৌতুক আনিয়া দেওয়ার জন্য সময়ে অসময়ে চাপ প্রয়োগ করাকালীন আমি তাদের দাবিকৃত যৌতূকের টাকা আনিয়া দিতে অস্বীকার করাকালীন গত ইং ১২/১২/২০২৪ তারিখে আমার শ্বশুর ও ভাসুরসহ আমার শাশুড়ি আমাকে আমার স্বামী বাড়ি থেকে বের করে দেয়। পরবর্তীতে আমার পিতা বিষয়টি মিটমাট করিয়া লইবার জন্য স্থানীয় লোকজন ও স্বাক্ষীগণের মাধ্যমে ও নিজে বারংবার আমার শ্বশুর ও ভাসুরকে সংবাদ দেওয়া সহ আমার স্বামীর সহিত মোবাইল ফোনে বারংবার বলিলেও তাহারা কোনরূপ কর্ণপাত করে না। অবশেষে আমার পিতা নিজে তাদেরকে দাওয়াত করে আমার পিতার বাড়ীতে আসিতে বলিলে তাহার গত ইং ০৫/০২/২০২৫ তারিখে সকাল অনুমান১১/১১.৩০ ঘটিকার সময় আমার পিতার বাড়িতে আসিলে আমার পিতা আমাকে তাদের সংসারে যৌতুক ছাড়া নিয়ে যাওয়ার কথা বলিলে তাহারা আমার পিতাকে বলে যৌতুক ছাড়া আমাকে তাহার সংসারে লইবে না বলিয়া চলে যায়। যাহার কারনে আমি বাদী হইয়া কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে একটি মামলা করি যাহার নম্বর সিআর ৭৮/২৫ পরবর্তীতে আমি জানিতে পারি আমার স্বামী আমার শ্বশুর ও ভাসুরের কোথায় পুনরায় আমাকে ঘরে না তুলিয়া বিদেশ গমন করিবেন। আমি একজন অসহায় ও নির্যাতিতা নারী, আমি প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে উক্ত প্রতারক স্বামী আমাকে প্রতারিত করিয়া বিদেশ গমন করিতে না পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © জাতীয় পত্রিকা দৈগনিক বাংলাদেশ প্রতিদিনের সংবাদ ২০২৫
Theme Customized By Shakil IT Park