কয়রায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা উপজেলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার কয়রা থানায় মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বায়লারহারানিয়া গ্রামের মৃত ছফেদ আলী সানার পুত্র মোঃ মনিরুজ্জামান সানাসহ ভুক্তভোগী কয়েকজন। শুক্রবার সকাল ১১ ঘটিকায় নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন বায়লারহারানিয়া মৌজার সিএস মালিক বাদুল্লা সানা ও কোনাই সানার ৪.১৭ একর জমির মধ্যে হইতে গত ইং ১৫/০৬/১৯৫১ তারিখে রেজিস্ট্রি দলিল ৬২২৮ নং কবলা মুলে ২.৪০ একর জমি কোমরউদ্দিন, সৈয়দ আলী সানা ও আহাদ আলী সানা ক্রয় পূর্বক ভোগ দখল করাকালীন কোমরউদ্দিন অবিবাহিত অবস্থায় মারা গেলে তাহার সহোদর দুই ভাই জোনাব আলী সানা ও ছফেদ আলী সানা কোমরউদ্দিনের অংশ প্রাপ্ত হইয়া এসএ রেকর্ড প্রাপ্ত হয়। তাহার মধ্যে আহাদ আলী সানা আমীর আলী সানার নিকট বিক্রয় করে .২০ একর। বাকি সম্পত্তি অয়ারেশগণ প্রাপ্ত হয়। সৈয়দ আলী সানা বিক্রয় করে .১৫ একর মুনছুর আলী সানার নিকট। আমি অয়ারেশ সুত্রে .৮০ একর, আমীর সানা .২০ একর, ইউনুস .৬০ একর, মুনছুর .১৫ একর, সৈয়দ আলী .৬৫। অপর ভুক্তভোগী বেলায়েত এর পুত্র শফিকুল সানা গং ২.১০ একর প্রাপ্ত হইয়া ১৯৫০ সাল থেকে কর খাজনা প্রদান করিয়া এসএ ও বিআরএস রেকর্ড প্রাপ্ত হয়। আমাদের সম্পত্তির মধ্যে আংশিক বিআরএস রেকর্ড প্রাপ্ত হইয়াছি এবং বাকিটুকুর জন্য রেকর্ড সংশোধনী মামলা করবো। এছাড়াও মহামান্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগের লিভ টু আপীল ১০৭৫/২০১২ এ মহামান্য আপীল বিভাগ আদেশ ও নির্দেশ প্রদান করেন যে, দেওয়ানী ৩/৫৬ মোকদ্দমা পুনরায় নিষ্পত্তি হওয়া পর্যন্ত উভয় পক্ষ যে যার অবস্থানে থাকতে বলে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন স্থানীয় ভূমিদস্যু মোন্তাজ সানা নেতৃত্বে তাদের উক্ত মৌজায় কোন জমি ও ঘের না থাকা সত্ত্বেও ফারুক হোসেন সানা ও হারুন সানাকে দিয়ে গত ইং ২২/০১/২০২৫ ও ২৮/০২/২০২৫ তারিখের মিথ্যা ঘটনা উল্লেখ পূর্বক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রাতে দুইটি মামলা করে যাহার নম্বর সিআর-৬৯/২৫ ও সিআর-১২০/২৫। এছাড়াও মোন্তাজ সানা গংদের কোন কাগজপত্র ও সত্ত্ব না থাকা সত্ত্বেও ফারুক হোসেনকে দিয়ে মিথ্যা উক্তিতে বিজ্ঞ নির্বাহী আদালত, কয়রাতে একটি মামলা করে যাহার নম্বর এমআর-৩০/২৫। মূল ঘটনা হল ইং ২৫/০১/২০২৫ তারিখ রোজ শনিবার সকাল ৯/৯.৩০ ঘটিকায় মোন্তাজ সানার নেতৃত্বে ও পরিকল্পনায় ফারুক সানা, বাবলু সানা, মনটু সানা, মুজাহিদ, মইনুর, মামুন, হামিদ, শহিদুল, শাহিনুরসহ ৩০/৪০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন লইয়া আমাদের রাস্তা ঘাট কেটে ব্যাপক ক্ষতিসাধন করে এবং ঘের লুটপাট করে লইয়া যায়। কয়রা থানা প্রশাসন ও স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট করার চেষ্টা করলেও উপরোক্ত মোন্তাজ সানা গং কোন আইন আদালত মানেন না। তারা আমাদের বিরুদ্ধে কোন ঘটনা ছাড়া ও তাদের মামলার একাধিক ব্যক্তি চাকুরী ও ব্যবসার সুবাদে বাইরে থাকার পরেও একের পর মামলা দিয়ে সর্বশান্ত করার পায়তারাসহ ভবিষ্যতে আমাদের আরও হয়রানি করার চেষ্টা অব্যহত রাখিয়াছে। আমরা এই মিথ্যা মামলা থেকে পরিত্রান চাই। আমি/আমরা প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে উক্ত অপরাধীগণ তাদের কৃতকর্মের শাস্তি পায়।